ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সিলেটে ফের জনসভার ঘোষণা দিল জামায়াত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৫ জুলাই ২০২৩ ২২:২৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৩ ২২:২৮

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : পুলিশের অনুমতি না পাওয়ায় শনিবার (১৫ জুলাই) জামায়াতে ইসলামী সিলেটে বিভাগীয় সমাবেশের তারিখ পরিবর্তন করেছে দলটি। আগামী ২১ ‍জুলাই (শুক্রবার) নগরীর রেজিস্ট্রারী মাঠে ফের জনসভা করার ঘোষণা দিয়েছে জামায়াত।

শনিবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে ফখরুল ইসলাম জানান, ‘শুধুমাত্র রাজনৈতিক ভিন্নমতের কারণে আমাদের শান্তিপূর্ণ জনসভার অনুমতি দেয়া হয়নি।

অথচ সভা সমাবেশ করা সকল দলের সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমাদের সেই অধিকারকে দীর্ঘদিন থেকে হরণ করা হয়েছে। আমরা অবিলম্বে বিরোধী দলীয় সকল রাজবন্দী ও আলেম-উলামার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। দফায় দফায় তেল-গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করে জনজীবন দুর্বিষহ করে তোলা হচ্ছে।’

এর আগে নির্ধারিত স্থান বাঁধার মুখে সংবাদ সম্মেলনও করতে পারেনি তারা। আজ শনিবার দুপুর ১২টার দিকে নগরীর আল হামরা শপিং সেন্টারের রচিমন্ডে সংবাদ সম্মেলন করার কথা ছিল সিলেট মহানগর জামায়াতে ইসলামীর। পরে নগরীর বন্দরবাজারের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটি।



আপনার মূল্যবান মতামত দিন: