
নিজস্ব প্রতিবেদক: বিএনপির পাশাপাশি একদফা কর্মসূচিতে সহমত পোষণ করেছে দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণঅধিকার পরিষদ। অন্য সঙ্গীরাও পৃথক সংবাদ সম্মেলন করে ঘোষণা দেওয়ার কথা রয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৩টায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ‘একদফা’ কর্মসূচিতে সম্মতির কথা জানান নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।
দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সম্মিলিত আন্দোলন করে এ সরকারের পতন ঘটাতে হবে।
সুতরাং আমরা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বিএনপির এক দফার সঙ্গে সহমত পোষণ করছি। এসময় গণঅধিকারের নতুন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: