
নিজস্ব প্রতিবেদক: নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার মনে করছে এই বুঝি ক্ষমতা গেল, এই বুঝি ক্ষমতা গেল। এরা সব সময়ই ভয়-ভীতির মধ্যে আছে। সরকার বিদায়ের ভয়ে কাঁপছে।
শনিবার জাতীয় প্রেসক্লাবে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট আয়োজিত ‘গণতন্ত্র, নির্বাচন, জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট শীর্ষক’ এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মান্না।
আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়কারী মো. সাইদুর রহমানের সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, আয়োজক সংগঠনের নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, সহকারী সমন্বয়কারী অ্যাডভোকেট মাইনুদ্দিন মজুমদার, সাবেক ছাত্রনেতা এম নাজমুল হাসান, জাতীয়তাবাদী গণতান্ত্রীক দলের সভাপতি আমির হোসেন বাদশা, নিখোঁজ কাউন্সিলর চৌধুরী আলমের ভাই খোরশেদ আলম মিন্টু, সাবেক ছাত্রনেতা তারেক আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকার খুবই দুর্বল সরকার। এরা সব সময়ই ভয়-ভীতির মধ্যে আছে। দেশের মানুষ বলে সরকার কবে যাবে? আমরা এই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সম্মিলিতভাবে সরকার পতনের এক দফা কর্মসূচি ঘোষণা করব। বিজয় আমাদের হবেই, বিজয় আর অনেক দূরে নয়।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: