ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ব্রেন টিউমারে আক্রান্ত খন্দকার মোশাররফ

আল আমিন | প্রকাশিত: ৪ জুলাই ২০২৩ ১৫:১০

আল আমিন
প্রকাশিত: ৪ জুলাই ২০২৩ ১৫:১০

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ব্রেনের বহির্বিভাগে একটি টিউমার রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ইউ শেন শাইয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

বর্তমানে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন খন্দকার মোশাররফ। সেখানে চিকিৎসকরা তাঁর ব্রেনে অস্ত্রোপচার অথবা রেডিওথেরাপির প্রস্তাব করেন। কিন্তু স্বাস্থ্যগত অবস্থার কারণে জটিল অস্ত্রোপচার এবং জেনারেল এনেসথেসিয়ায় ঝুঁকি থাকায় তাকে রেডিওথেরাপির মাধ্যমে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২৭ জুন ভোরে বাংলাদেশ বিমানে সিঙ্গাপুর যান খন্দকার মোশররফ। এর আগে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: