ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পুলিশ ও প্রশাসনে রদবদল, আ’লীগের নির্বাচন শুরু হয়ে গেছে: মির্জা ফখরুল

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৫ জুন ২০২৩ ২০:৩৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৫ জুন ২০২৩ ২০:৩৪

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : আ’লীগের নির্বাচন শুরু হয়ে গেছে। পুলিশ ও প্রশাসনে রদবদল করা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ নিজেদের মতো সবকিছু সাজাতে চায়; এমন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আলোচনা সভায় এ দাবি করেন তিনি।

বললেন, আ’লীগ গলার জোরে বলে দেশে গণতন্ত্র আছে। আ’লীগ কখনোই ভিন্নমত সহ্য করতে পারে না। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে। তারা বাকশাল প্রতিষ্ঠা করেছিল, কিন্তু সেটা টিকেনি। এবারও টিকবে না।

মির্জা ফখরুল আরো বলেন, প্রতিহিংসা ও রাজনীতি থেকে বিএনপি চেয়ারপারসনকে সরিয়ে দিতে মিথ্যা মামলা করা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া জরুরি হলেও সরকার কোনো সায় দিচ্ছে না।

সরকারকে হটাতে রাস্তায় নেমে আন্দোলন বেগবান করতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এখন এর কোনো বিকল্প নেই।



আপনার মূল্যবান মতামত দিন: