ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ঢাবির ১২ হলে বর্ধিত কমিটি ঘোষণা করল ছাত্রদল

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৬ জুন ২০২৩ ২১:১৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৬ জুন ২০২৩ ২১:১৩

ছবি সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : ঢাবির ১২ হলে ছাত্রদলের বর্ধিত কমিটি ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীন ১২টি হলে বর্ধিত কমিটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

সোমবার (৫ জুন) রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এসব কমিটির অনুমোদন দেন।

বর্ধিত কমিটিতে বিভিন্ন হলে ১২৪ জনকে পদায়ন করা হয়। আর তাতে যেন প্রাণও ফিরে পায় ঢাবি ছাত্রদল। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে আমেজ লক্ষ্য করা গেছে।

কমিটিতে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১১ জন, শেখ মুজিবুর রহমান হলে ৫ জন, বিজয় একাত্তর হলে ১৯ জন, কবি জসীম উদ্দীন হলে ১৫ জন, মাস্টারদা সূর্য সেন হলে ২০ জন, হাজী মুহম্মদ মুহসীন হলে ৭ জন, স্যার এ. এফ. রহমান হলে ১৫ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১৬ জন, জগন্নাথ হলে ৪ জন, সলিমুল্লাহ মুসলিম হলে ৪ জন, ফজলুল হক মুসলিম হলে ৪ জন এবং অমর একুশে হল শাখা ছাত্রদলে ৪ জনকে পদায়ন করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: