ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ঢাকা-১৭ আসনে সংসদ নির্বাচনের ঘোষণা হিরো আলমের

আল আমিন | প্রকাশিত: ৬ জুন ২০২৩ ১৯:৪৯

আল আমিন
প্রকাশিত: ৬ জুন ২০২৩ ১৯:৪৯

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: এবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসন শূন্য হয়। এ আসনে উপনির্বাচন হবে আগামী ১৭ জুলাই। গতকাল ঢাকা-১৭ আসনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে হিরো আলম মনোনয়নপত্র সংগ্রহ করতে যান।
রিটার্নিং অফিসার বলেছেন, অনলাইনে মনোনয়নপত্র দাখিল করতে।

এ বিষয়ে গতকাল হিরো আলম সাংবাদিকদের বলেন, ঢাকা-১৭ আসনে আমি উপনির্বাচন করব। আর জাতীয় নির্বাচন করব বগুড়া সদর আসনে। ঢাকা-১৭ আসনের মনোনয়ন সংগ্রহের বিষয়ে তিনি বলেন, ইসি কিছু নিয়মকানুন পরিবর্তন করেছে। অনলাইনে মনোনয়নপত্র দিতে বলেছে। আজ অনলাইনে হলে অনলাইনে দেব; আর না হলে আজ সরাসরি মনোনয়নপত্র দেবেন রিটার্নিং অফিসার।

হিরো আলম বলেন, ঢাকা-১৭ আসনে মিঞা ভাই সংসদ সদস্য ছিলেন। অসুস্থতার কারণে তিনি এলাকার তেমন উন্নয়ন করতে পারেননি। উপনির্বাচনে বিজয়ী হলে চার-পাঁচ মাস এলাকার উন্নয়নে অবদান রাখতে চাই।’

ঢাকা-১৭ আসনে উপনির্বাচন হবে ১৭ জুলাই। এ সংক্রান্ত তফসিল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়। নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম জানান, এ নির্বাচন হবে ব্যালট পেপারে। ঘোষিত তফসিল অনুযায়ী আগ্রহী প্রার্থীরা ১৫ জুন পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়ন বাছাই হবে ১৮ জুন। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৫ জুন পর্যন্ত। পরদিন হবে প্রতীক বরাদ্দ। ১৭ জুলাই হবে ভোট।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: