
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখার আওয়ামী সরকারের দুরভিসন্ধি জাতীয় রাজনীতিতে বিপজ্জনক অস্থিরতার জন্ম দিচ্ছে। ভোটারবিহীন নির্বাচনের বেপরোয়া অনুশীলনের মাধ্যমে রাষ্ট্রের সঙ্গে জনগণের সম্পর্ক ধ্বংস করায় ক্ষমতাসীন সরকারকে বড় ধরনের খেসারত দিতে হবে।
শুক্রবার ‘আন্দোলনের কৌশল ও করণীয়’ প্রশ্নে জেএসডির যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আ স ম রব আরও বলেন, সরকারের অতি লোভ রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দেউলিয়া করে দিয়েছে, রাজনীতিকে অতল গহ্বরের কিনারে নিয়ে গেছে। এই অবস্থা অব্যাহত থাকলে রাষ্ট্রের স্থিতিশীলতা চরম ঝুঁকিতে পড়বে। সুতরাং গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারকে বিদায় করা ঐতিহাসিক আবশ্যিকতা হয়ে দাঁড়িয়েছে।
উত্তরার বাসায় আয়োজিত ব্রিফিংয়ে জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব ও অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, কামাল উদ্দিন পাটোয়ারী, মোশারফ হোসেন, লোকমান হাকিম, অ্যাডভোকেট বিকাশ চন্দ্র সাহা, মতিউর রহমান মতি প্রমুখ বক্তব্য দেন।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: