ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ক্ষমতাসীন দলের অধীনে আগামী নির্বাচন হবে : তোফায়েল আহমেদ

আল আমিন | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৩ ২৩:২৩

আল আমিন
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৩ ২৩:২৩

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা সদর আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, এই বাংলাদেশে আর কোনো দিন তত্ত্বাবধায়ক সরকার আসার কোনো সুযোগ নেই। প্রশ্নই উঠেনা। বর্তমান ক্ষমতাসীন দলের অধীনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এ অবস্থাতে আগামী নির্বাচন হবে।

মঙ্গলবার দুপুরে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট স্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব ও দুস্থদের মাঝে শাড়ি বিতরণকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, রাজনীতির প্রাণ কেন্দ্র হলো নির্বাচন। তিনি মনে করেন বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ করবে। কারণ নির্বাচনে অংশগ্রহণ না করলে তারা রাজনীতি থেকে হারিয়ে যাবে। সকল দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে বলে তিনি বিশ্বাস করেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ আজ বিশ্বে অন্যতম উন্নয়নশীল দেশ। আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আন্তর্জাতিক বিশ্বে যথেষ্ট মর্যাদা অর্জন করেছি। আজকে গ্রামগুলো শহর হয়েছে। আজ গ্রাম আর গ্রাম নেই। ঘরে ঘরে বিদ্যুৎ। আপনারা শান্তিতে আছেন।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: