ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহৃত হচ্ছে সরকারের নিরাপত্তার জন্য : রব

আল আমিন | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৩ ২৩:৩৬

আল আমিন
প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৩ ২৩:৩৬

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  ডিজিটাল নিরাপত্তা আইনকে নিবর্তনমূলক জংলি আইন আখ্যা দিয়ে অবিলম্বে এটি বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর সভাপতি আ স ম আবদুর রব।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জেএসডির উদ্যোগে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে এক মানববন্ধনে এ মন্তব্য করেন আ স ম আবদুর রব।

আ স ম আবদুর রব বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন রাষ্ট্রের নিরাপত্তার জন্য ব্যবহৃত হচ্ছে না। এ আইন ব্যবহৃত হচ্ছে সরকারের নিরাপত্তার জন্য। সরকারের অবৈধ শাসন, দুর্নীতি ও লুটপাট সুরক্ষা দিতে এবং বিরোধী দলের কণ্ঠরোধ করার জন্য এ নিবর্তনমূলক জংলি আইন প্রণয়ন করা হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচন করে তিনি বলেন, এ আইনে মধ্যরাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তাতে প্রমাণ হয় এই আইন কোনো স্বাধীন দেশের বা সভ্য সমাজের প্রতিনিধিত্ব করে না। এ আইন সংশোধনের অযোগ্য এবং এটাকে স্থগিত রাখারও কোনো সুযোগ নেই। ডিজিটাল নিরাপত্তা আইন দ্রুত বাতিল করতে হবে।

তিনি আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে ভয়ংকর ত্রাস সৃষ্টির মাধ্যমে সাংবাদিক বা নাগরিক গ্রেফতার করে যে তুঘলকিকাণ্ড সংগঠিত করে তা পুরো বিচার ব্যবস্থাকেই পঙ্গু করে দিয়েছে। প্রথম আলোর সম্পাদকসহ সাংবাদিকদের ওপর নির্যাতন ও মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। এই অসাংবিধানিক সরকার অপসারণের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: