ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দেশের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে: জিএম কাদের

আল আমিন | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩ ০০:০৬

আল আমিন
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩ ০০:০৬

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, লুটপাট ও বিদেশে টাকা পাচারের কারণে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। অবস্থা দেখে মনে হচ্ছে, দেশের মানুষের কষ্ট বোঝে না সরকার।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, দেশের মানুষের হাতে টাকা নেই। সাধারণ মানুষ পরিবার চালাতে হিমশিম খাচ্ছে। মানুষের আয় বাড়েনি কিন্তু ব্যয় বেড়েছে কয়েকগুণ। এমন বাস্তবতায় দেশের মানুষকে স্বল্পমূল্যে রেশনিংয়ের মাধ্যমে নিত্যপণ্য দিতে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।

সভায় উপস্থিত ছিলেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মোস্তফা আল মাহমুদ, উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান এইচ এম শাহরিয়ার আসিফ ও তারেক এ আদেলসহ আরও অনেকে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: