
বিদেশবার্তা ডেস্ক : স্বাধীনতার অর্ধ শতাব্দি পরও গণতন্ত্রের জন্য প্রাণ দিতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (২৬ মার্চ) সকালে বিএনপি নেতা-কর্মীদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বাধাগ্রস্ত করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে। স্বাধীনতা দিবসে, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পাওয়ার সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নেন বিএনপি মহাসচিব।
আপনার মূল্যবান মতামত দিন: