ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সাম্প্রদায়িক শক্তির বিষবৃক্ষ উপড়ে ফেলা হবে: ওবায়দুল কাদের

আল আমিন | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩ ১৭:২৭

আল আমিন
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩ ১৭:২৭

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  সাম্প্রদায়িক শক্তি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পথে বাধা। তাই সাম্প্রদায়িক শক্তির এই বিষবৃক্ষ উপড়ে ফেলা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকীর শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সংবিধান অবিকৃত রেখে, সংবিধানে যেভাবে আছে সেভাবেই নির্বাচনে যেতে চায় আওয়ামী লীগ। বিএনপি সরকার বারবার সংবিধানের ওপর আঘাত এনে কলঙ্কিত করেছে। আওয়ামী লীগ সংবিধানের মর্যাদা রক্ষা করে সেই আলোকে আগামী নির্বাচন করবে।

এর আগে সকাল ৭টায় ১২ মিনিটে ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: