ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে: সেতু মন্ত্রী

আল আমিন | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩ ২১:৩৮

আল আমিন
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩ ২১:৩৮

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  আওয়ামী লীগের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা বঙ্গবন্ধুকে স্বীকার করে না তারা বাংলাদেশ রাষ্ট্রের চেতনাকেও স্বীকার করে না। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছেই বঙ্গবন্ধু অবিসংবাদিত নেতা। বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে।

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির আলোচনা সভা ও খাবার বিতরণ অনুষ্ঠানে আজ তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ড. ইউনূস সম্মানিত লোক কিন্তু তিনি নিজের কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকেই অসম্মানিত করেছেন। যিনি নিজের আইন নিজেই লঙ্ঘন করেন, জোর করে এমডি থাকতে চান। তার আইন তিনিই লঙ্ঘন করেছেন। তিনি সম্মানিত ব্যক্তি কিন্তু নিজের কর্মকাণ্ডে তিনি নিজেকেই অসম্মানিত করেছেন।

ওবায়দুল কাদের বলেন, যে মানুষ বাংলাদেশ নিয়ে ভাবেন না তাকে নিয়ে আমাদের ভাবনার কিছু নেই, বলার কিছু নেই। বাংলাদেশের এত বন্যা, ঝড় জ্বলোচ্ছাসে, উনি দুনিয়া নিয়ে ভাবেন, কিন্তু বাংলাদেশকে নিয়ে ভাবেন না। যিনি বাংলাদেশ নিয়ে ভাবেন না তাকে নিয়ে আমরা ভাববো কেন?

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: