ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে: জি এম কাদের

আল আমিন | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৫৬

আল আমিন
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৫৬

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, জাতীয় পার্টি অন্য কোনো দলের জন্য কাজ করছে না। আমরা দেশের মানুষের স্বার্থে কাজ করছি। তারা (মানুষ) যদি দেখে আমরা তাদের স্বার্থে কাজ করছি, অবশ্যই আমাদের সমর্থন দেবে।

আজ শুক্রবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, দেশ স্বাভাবিক গতিতে এগিয়ে যাবে। মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই আমরা রাজনীতি করছি। দেশের মানুষ যেন মানসম্মান ও জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তিত না হয়। জাতীয় পার্টি একত্রিত আছে, ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আখতা, লিয়াকত হোসেন খোকন, মোস্তফা আল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: