
নিজস্ব প্রতিবেদক : ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্রকে স্মরণীয় করে রাখতে আগামী ২৭ মার্চ সেখানে শ্রদ্ধা জানাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
শুক্রবার (২৫ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র হতে ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিকামী জনগণকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানিয়ে ছিলেন। সেই কারণে ২৬ মার্চ ১৯৭১ এবং ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্রকে স্মরণীয় করে রাখার জন্য চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
খন্দকার মোশাররফ বলেন, আগামী ২৭ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘােষণার ঐতিহাসিক ও চিরস্মরণীয় ঘটনাকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে।
সেদিন দুপুর ২ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির নেতৃবৃন্দ বিএনপির জাতীয় কমিটির নেতৃবৃন্দ, দলীয় অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ দেশের সর্বস্তরের জনগণ স্বাধীনতার ঘোষণার ও মুক্তিযুদ্ধের সুচনা কেন্দ্র কালুরঘাট বেতার কেন্দ্রে শ্রদ্ধা জানাবেন।
আপনার মূল্যবান মতামত দিন: