ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কাউকে ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে ফেলতে চাই না : মির্জা আব্বাস

আল আমিন | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৩ ০৩:১৭

আল আমিন
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৩ ০৩:১৭

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  আমরা কাউকে ধাক্কা দিয়ে, টোকা দিয়ে ক্ষমতা থেকে ফেলতে চাই না বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সঠিক স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে আমরা এই সরকারের পতন ঘটাতে চাই। শান্তিপূর্ণ মিটিং-মিছিল করে সরকারের পতন ঘটাতে চাই।

বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এক গণঅবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও ১০ দফা দাবিতে গণঅবস্থান কর্মসূচি আয়োজন করে বিএনপি।

মির্জা আব্বাস বলেন, বিএনপির কোনও নেতাকে ছোট করে দেখার সুযোগ নেই। সরকারের একজন বিএনপির নেতাদের কটাক্ষ করেছে, আমি তাকে বলতে চাই-আপনি রাজনৈতিক পরিবারের সদস্য। বিএনপির কোনও নেতা ছোট নয়। বিএনপির এই নেতাকর্মীরাই সরকারের পদত্যাগে বাধ্য করবে।
সাবেক এই মন্ত্রী বলেন, উস্কানি দিবেন না, উস্কানি দিলে তার ফল ভালো হবে না। সাবধান হয়ে যান। ১০ দফা দাবি মেনে নেন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন জয়ী হলে ক্ষমতায় আসবেন। জোর করে ক্ষমতায় থাকার দিন শেষ। জোর করে আর ক্ষমতা থাকতে পারবেন না।

তিনি বলেন, ১০ ডিসেম্বর আমাদের সমাবেশে আগের রাতে ৯ ডিসেম্বর আমাকে ও দলের মহাসচিবকে মধ্যরাতে গ্রেফতার করা হয়। আমাদের ডিবি অফিসে নিয়ে যাওয়ার পর তারা এতোটাই ভীত-সন্ত্রস্ত ছিল যে আমাদের জিজ্ঞাসা করা হয়েছিল, স্যার আপনার কি সমাবেশ থেকে বসে পড়বেন?

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: