ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দেশের মানুষ এখনো লাঙ্গল প্রতীকের ওপর আস্থা রাখেন : জিএম কাদের

আল আমিন | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২২ ০৪:২৪

আল আমিন
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২২ ০৪:২৪

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: পর পর দুইবার বড় ব্যবধানে রংপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় মোস্তাফিজার রহমান মোস্তফাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় উপনেতা জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

বুধবার (২৮ ডিসেম্বর) এক অভিনন্দন বার্তায় নির্বাচিত সব কাউন্সিলরকেও অভিনন্দন জানিয়েছেন তিনি। একই সঙ্গে রংপুরবাসীর প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন তিনি।

জিএম কাদের বলেন, আবারও প্রমাণ হলো দেশের মানুষ এখনো লাঙ্গল প্রতীকের ওপর আস্থা রাখেন। প্রতিটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে প্রমাণ হবে গণমানুষের ভালোবাসার প্রতীক হচ্ছে লাঙ্গল। জাতীয় পার্টি আর লাঙ্গল প্রতীকের ওপর আস্থা ও ভালোবাসাই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে আমাদের শক্তি জোগাচ্ছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: