ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

এবার ভোট চোরদের হাতে নাতে ধরতে হবে: আমীর খসরু

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২২ ০২:৫৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২২ ০২:৫৬

ছবি : সংগৃহীত

বরিশাল প্রতিবেদক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিষ্ট সরকার ভোট চুরির যে পায়তারা করে এখন পর্যন্ত ক্ষমতায় টিকে আছে এবার আর ভোট চুরি করতে দেয়া যাবে না। এবার ভোট চোরদের হাতে নাতে ধরতে হবে। তারা যেন পালিয়ে যেতে না পারে। এই ভোট চোরদের হাতে নাতে ধরে বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত সংসদ করবে। জনগনের কাছে দায়ি থাকবে।

তিনি বলেন, এই দখলদার, ফ্যাসিষ্ট, অবৈধ, অর্নিবাচিত সরকারের বিদায়ের জন্য বাংলাদেশের মানুষ সিধান্ত নিয়েছে। যার প্রতিফলন আজকে এই বরিশালে বিএনপির গণ মিছিল প্রমান করেছে।

সমস্ত বাংলাদেশে আজকে গনজোয়ার জেগেছে। এই গনজোয়ারে এই ফ্যাসিষ্ট সরকারকে বিদায় নিতে হবে। তারা ম্যাসেজ পেয়েছে দখলদার, ফ্যাসিষ্ট, অবৈধ, অর্নিবাচিত, নির্যাতনকারী সরকারকে বিদায় নিতে হবে।

বাংলাদেশের মানুষের একটাই দাবি এই ফ্যাসিষ্ট সরকারকে বিতারিত করা। মানুষ তার মালিকানা ফিরে পেতে চায়, তার ভোটাধিকার, আইনের শাষন, বাক্ স্বাধীনতা, জীবনের নিরাপত্তা এবং ভোট ও ভাতের অধিকার ফিরে পেতে চায়।

মানুষ এখন জীবনের ঝুকি নিয়ে রাস্তায় নেমেছে। জীবন দিয়ে হলেও এবার তারা গনতন্ত্র রক্ষা করবে। যেই দেশের মানুষ জীবন দিতে প্রস্তুত হয়,গনতন্ত্রের জন্য, অধিকারের জন্য তাকে কেউ থামাতে পারেনা।

এই আন্দোলন দীব্র থেকে তীব্রতর হবে। তাদেরকে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। শেষ মুহুত্ব পর্যন্ত এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। জীবনের বিনিময়ে যদি সেটা করতে হয় সেটাই আমাদের করতে হবে।

ইতমধ্যে শত শত নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। কিছুদিন আগে আমাদের ১৩ জনকে হত্যা করেছে। হত্যার পরও মানুষ আরো বেশি রাস্তায নেমে এসেছে। সরকার দেশে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। কিন্তুু মানুষ ভয়কে জয় করে ফেলেছে।

কতৃত্ববাদি সরকারের পদত্যাগ সহ ১০ দফা দাবি বাস্তবায়ন এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে গণ মিছিল পূর্ব সমাবেশে তিনি একথা বলেন।

শনিবার কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরের অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বরিশাল মহানগর, জেলা, দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির আয়োজনে বেলা সাড়ে ১২ টায় গণ মিছিল বের হয়।

মিছিলের নেতৃত্ব দেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

গণ মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বিএনপির মিডিয়াসেলের প্রধান জহির উদ্দিন স্বপন, কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক আতন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, এবায়দুল হক চান, আবু নাসের রহমত উল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন, কোতয়ালী বিএনপির আহবায়ক নুরুল আমিন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আলী হায়দার বাবুল সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে সকাল থেকে গণ মিছিল সফল করার লক্ষে বরিশাল মহানগরী, জেলা, উপজেলা থেকে মিছিল সহকারে দলীয় কার্যালয়ের সামনে জড় হয় নেতাকর্মীরা। সকাল ১১ টার পর থেকে শহরের ব্যস্ততম সড়ক মিছিলে মিছিলে ভরে যায়। এতে সদর রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে সদর রোডে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: