
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে সারাদেশ থেকে হাজারো নেতা-কর্মীরা জড়ো হচ্ছেন সম্মেলনস্থল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে।
সম্মেলনের প্রথম অধিবেশন শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৭টার পর থেকেই আসতে শুরু করেছেন অনেকে। তাদের গায়ে রয়েছে লাল-সবুজ টিশার্ট আর মাথায় সাদা ক্যাপ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে যোগ দিতে এসেছেন তারা।
শনিবার সকালে শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বরসহ সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকাগুলোতে এমন চিত্র দেখা গেছে৷
ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও কালীমন্দির গেট দিয়ে প্রবেশ করছেন তারা। সকাল ৭টায় সম্মেলনে ঢোকার গেট খুলে দেওয়া হয়েছে।এবারের সম্মেলন ঘিরে তৈরি করা হয়েছে ‘পদ্মা সেতুর ওপরে নৌকার’ আদলে মঞ্চ।
বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে অর্থ সাশ্রয়ের জন্য এবার এক দিন হবে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সকাল সাড়ে ১০টায় এ সম্মেলনের উদ্বোধন করবেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতা-কর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: