ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আ’লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক আজ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২ ২২:০৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২ ২২:০৫

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : ক্ষমতাসীন আ’লীগের কার্যনির্বাহী সংসদের সভা আহ্বান করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় সভাটি প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার (২১ ডিসেম্বর) আ'লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় আ'লীগের কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে। সভাটি আ'লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আ’লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ সভায় বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আমন্ত্রিত সদস্যদের যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের৷

উল্লেখ্য, আগামী ২৪ ডিসেম্বর আ’লীগের কেন্দ্রীয় সম্মেলন। এর আগে বর্তমান কার্যনির্বাহী কমিটির সঙ্গে এটিই শেষ বৈঠক। এর আগে আওয়ামী লীগের জাতীয় কমিটির সঙ্গেও বৈঠক করেছেন আ’লীগ সভাপতি শেখ হাসিনা।



আপনার মূল্যবান মতামত দিন: