ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কাল নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২ ০৩:১৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২ ০৩:১৪

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ২টায় এই কর্মসূচি পালিত হবে।

দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ এনে এ বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বিএনপি। একই সঙ্গে সারা দেশে গণমিছিল করবে দলটি।

সোমবার (১২ ডিসেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন।

গত ৭ ডিসেম্বরের ঘটনার পর আজ সোমবারই প্রথম নয়াপল্টনের কার্যালয়ে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এসময় তারা কার্যালয়ের প্রতিটি কক্ষ পরিদর্শন করেন।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকারের নির্দেশে তাদের দলের (আ’লীগের) কর্মীরা ১০ তারিখ ঘিরে এমন কোনো অপকর্ম নেই, যা করেনি। সরকার আতঙ্ক তৈরি করলেও বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করে দেখিয়েছে। আমরা গণতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিকভাবে করব এবং এই সরকারের বিদায় জানাব।



আপনার মূল্যবান মতামত দিন: