ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বিএনপির সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে আ’লীগ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২ ২৩:০৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২ ২৩:০৯

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়েছে। যদিও শুক্রবার বিকাল থেকেই বিএনপির নেতা-কর্মীদের মিছিল-স্লোগানে মুখরিত হয়ে উঠে গোলাপবাগ মাঠ ও আশাপাশের এলাকা।

এদিকে, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আ’লীগ। সকাল ৭টা থেকে আ'লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় এবং ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থান করছেন দলটির কেন্দ্রীয় নেতারা। এছাড়া মহানগর দক্ষিণ আ'লীগ ও যুবলীগের নেতারা সতর্ক অবস্থান করছেন।

দেখা গেছে, সকাল ৬টা থেকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আ’লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন আ'লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীসহ ঢাকা মহানগর দক্ষিণ আ'লীগ ও যুবলীগের নেতারা।

এ সময় সুজিত রায় নন্দী বলেন, বিএনপি চার দিন আগে রাস্তা দখল করে বসেছিল এবং তাদের উদ্দেশ ছিল তারা বাংলাদেশকে অস্থিতিশীল করবে, অস্থিতিশীল করে তারা ভিন্ন পথে ক্ষমতায় আসার চেষ্টা করবে। এটাই ছিল তাদের (বিএনপির) ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র-চক্রান্ত কখনোই টিকতে পারে না। আমরা আওয়ামী লীগ সারা বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ এবং আওয়ামী লীগ যদি অক্ষত থাকে পৃথিবীর কোনো শক্তি নেই চক্রান্ত করে অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অশুভ শক্তিকে মোকাবিলা করে আমরা সত্য-সুন্দরের বিজয় নিশ্চিত করব। এই বিজয়ের মাসে ষড়যন্ত্র-চক্রান্তের কাছে আওয়ামী লীগ পরাজিত হতে পারে না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা সহ অবস্থানে বিশ্বাস করি।



আপনার মূল্যবান মতামত দিন: