
বিদেশবার্তা ডেস্ক : শান্তিপূর্ণ সমাবেশে পরবর্তী কার্যক্রমের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মির্জা আব্বাস সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
বলেন, ১০ ডিসেম্বরের সমাবেশ শেষে কর্মীরা বাসায় ফিরে যাবে। কেউ সমাবেশে অবস্থান নেবে না।
ঢাকায় সরকার ভীতকর পরিবেশ সৃষ্টি করছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা হলে দায়ী থাকবে সরকার। ইশরাককে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা হামলা করেছে। বিএনপি নেতাকর্মীরা নিজেদের বাসায়-ই নিরাপদ নয়।
আপনার মূল্যবান মতামত দিন: