ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

গণতন্ত্র বিকাশে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন: ওবায়দুল কাদের

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২ ২৩:০৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২ ২৩:০৬

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্র বিকাশে ক্ষমতাসীন দলের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন।

রবিবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেলে শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের প্রতিষ্ঠানিক রূপ সময়ের ব্যাপার, যা আ’লীগের একার পক্ষে সম্ভব নয়। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রাণ। বিএনপির উচিত তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন বাদ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা।

ওবায়দুল কাদের বলেন, দেশে প্রথম স্বৈরাচার সরকার পতনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন শেখ হাসিনা। বিএনপির সরকার পতনের আন্দোলন দিবাস্বপ্ন ছাড়া কিছু নয়। তাদের এ স্বপ্ন কর্পূরের মতো উবে যাবে।



আপনার মূল্যবান মতামত দিন: