
বিদেশবার্তা ডেস্ক : বিএনপি হীন উদ্দেশ্যে রাজধানীর নয়াপল্টনে ১০ ডিসেম্বর সমাবেশ করতে চায়। সরকার বাধা দিলে বিএনপি একটি সমাবেশও করতে পারতো না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে গণমাধ্যমের সাথে মত বিনিময় সভায় অংশ নিয়ে সমসাময়িক প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি। বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে চাচ্ছে। গাড়ি ভাংচুর-বিশৃঙ্খলা ও জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করতেই এই ব্যস্ত সড়কে সমাবেশ করতে চায় দলটি।
এ সময় তথ্যমন্ত্রী আরো বলেন, একটি স্বার্থান্বেষী মহল কর্মসংস্থান টিকিয়ে রাখতেই ধূমপানবিরোধী আইনের বিরোধিতা করছে। প্রজ্ঞাপনের মাধ্যমের ই-সিগারেট ও ভ্যাপিং মেশিন বন্ধের বিষয়েও মত দেন ড. হাছান মাহমুদ।
আপনার মূল্যবান মতামত দিন: