ঢাকা | বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

নিরাপদে সরে যান, মানে মানে বিদায় হোন, শেখ হাসিনাকে মির্জা ফখরুল

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২ ০৬:০৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২ ০৬:০৮

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, আমি আবারো বলছি, এখনও সময় আছে, নিরাপদে সরে যান, মানে মানে বিদায় হোন, পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় রেহাই নেই।

শুক্রবার (১৮ নভেম্বর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক কৃষক সমাবেশে এসব কথা বলেন।

সার, বীজ, ডিজেল ও কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমানো এবং খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে সমাবেশের আয়োজন করে কৃষক দল।

বর্তমান অনির্বাচিত ক্ষমতাসীন আ’লীগ সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে কৃষকদের কোমর ভেঙে দিয়েছে বলে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, কৃষকরা তার পণ্যের ন্যায মূল্য পায় না। ডিজেলের দাম বেড়ে গেছে ৫০ গুন। বিদ্যুতের দাম বেড়ে গেছে ১০ গুন। তাহলে এখন কৃষকরা কোথায় যাবে? তাই আমাদের বুকে চেপে বসে থাকা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে হবে।

আপনার কি শেখ হাসিনাকে আর ক্ষমতায় দেখতে চান; সমাবেশে উপস্থিত নেতা-কর্মীদের প্রতি এমন প্রশ্ন ছুড়ে দেন মির্জা ফখরুল। তখন সম্বসরে নেতা-কর্মীরা বলেন, না, না…। তখন বিএনপির মহাসচিব বলেন, তাহলে কি করতে হবে, নামাতে (ক্ষমতা থেকে) হবে। তাই না! শেখ হাসিনাকে নামাতে হবে। তারপর কি করতে হবে? একটা নির্বাচন করতে হবে। সেই নির্বাচনের আগে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। সংসদ বিলুপ্ত করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন: