ঢাকা | বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বেশি টালবাহানা করলে ঢাকায় ৭ দিন ধরে সমাবেশ হবে: দুদু

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২ ০২:১৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২ ০২:১৯

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের হুশিয়ারী দিয়ে বলেছেন, বেশি টালবাহানা করলে ঢাকায় ৭ দিন ধরে সমাবেশ হবে। তিনি বলেন, খালেদা জিয়াকে সরকার এতটা কোণঠাসা করেছে, যে মামলা দিয়ে বছরের পর বছর কারাবরণ করে রাখা হয়েছে। এটা স্বেচ্ছাচারিতা ছাড়া আর কিছুই না।

শুক্রবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির এই নেতা দুদু এসব অভিযোগ করেন। তিনি বলেন, দুদু বলেন, ১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে বেশি টালবাহানা করলে ঢাকায় ৭ দিন ধরে সমাবেশ হবে। নির্দিষ্ট কোনো স্থানে নয়, ঢাকাজুড়ে সমাবেশ হবে কয়েক দিন।

বেগম জিয়ার মুক্তি না দিলে জেলের তালা ভেঙে মুক্ত করা হবে উল্লেখ করে দুদু বলেন, ইলিয়াসসহ যাদেরকেই গুম করা হয়েছে; তাদের ফিরিয়ে দিতে হবে। বিএনপি নেতা-কর্মীদের ওপর নির্যাতনের নির্দেশ না মানায় যেসব পুলিশের চাকরি যাবে, ক্ষমতায় আসলে তাদের পুনরায় চাকরি দেওয়ার পাশাপাশি মূল্যায়ন করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: