ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বিএনপি টাকা দিয়ে লোক ভাড়া করে জনসমাগম করছে: ওবায়দুল কাদের

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২২ ০০:২৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২২ ০০:২৯

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : আ’লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বরিশালে টাকার বিনিময়ে লোক ভাড়া করে মহাসমাবেশে করছে। আর ভাড়া করা লোক দিয়ে আন্দোলন করার হুমকি দিচ্ছে তারা।

শনিবার (৫ নভেম্বর) কুমিল্লা মহানগর আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলনে একথা বলেন তিনি। সকাল থেকেই কুমিল্লা টাউন হল মাঠে মিছিল স্লোগান আর করতালি দিয়ে মহানগরীর ২৭টি ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা জড়ো হন ত্রিবার্ষিক সম্মেলনে। বেলা ১১টায় জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে সম্মেলনের প্রথম পর্ব শুরু হয়।

সম্মেলন উদ্বোধন করে আ’লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকার বিএনপির সভা সমাবেশে বাধা দিচ্ছে না। পরিবহন শ্রমিকরা দলটির নৈরাজ্যের ভয়েই গণপরিবহন বন্ধ রেখেছেন।

ওবায়দুল কাদের বলেন, দেশের সবচেয়ে বড় দুর্যোগর নাম বিএনপি। তাদের ক্ষমতা দখলের স্বপ্ন রঙিন খোয়াব ছাড়া আর কিছুই নয়।

বিএনপির আন্দোলন ঠেকাতে তৃণমূলের নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাওয়া লোক এখন বিএনপির নেতা। দেশের মানুষ দণ্ডিত ও সন্ত্রাসীদের দেশ চালাতে দেবে না।

২০১৭ সালের ২২ জুলাই কুমিল্লা মহানগর আ‘লীগের প্রথম কমিটি গঠন হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন: