ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

শেখ হাসিনার নেতৃত্বে হত্যার রাজনীতি বন্ধ করা হবে: ওবায়দুল কাদের

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২২ ২০:১৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৩ নভেম্বর ২০২২ ২০:১৯

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : শেখ হাসিনার নেতৃত্বে হত্যা আর সন্ত্রাসের রাজনীতি দেশ থেকে চিরতরে বন্ধ করার কথা জানিয়েছেন আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা এবং ৩ নভেম্বরের জেলহত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। দেশের রাজনৈতিক ষড়যন্ত্র ও হত্যা-সন্ত্রাসের মূল হোতা বিএনপি।’

জেলহত্যা দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।

এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আ’লীগ সভানেত্রী হিসেবে দলের নেতা-কর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান তিনি।

এই আনুষ্ঠানিকতা শেষে আ’লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, জেলহত্যা দিবসকে ‘জাতীয় শোক দিবস’ ঘোষণার যে দাবি উঠেছে, তা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। পরে আ’লীগের বিভিন্ন সহযোগী সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।



আপনার মূল্যবান মতামত দিন: