
বিদেশবার্তা ডেস্ক : সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় তার গাড়ি ভাঙচুর এবং তার সঙ্গে থাকা সরকারি গানম্যান ও গাড়িচালককেও মারধর করে হামলাকারীরা।
বুধবার (২ নভেম্বর) বিকালে রাজধানীর পল্টন এলাকায় একটি মিছিল থেকে তার গাড়িতে হামলা হয়। সে সময় তিনি গাড়িতেই ছিলেন।
ঘটনার সময় নয়াপল্টনে যুবদলের প্রতিবাদ সমাবেশ চলছিল। ওই সমাবেশে মিছিল নিয়ে নেতা-কর্মীদের যোগ দিতে দেখা গেছে।
বিচারপতি মানিকের অভিযোগ, ‘বিএনপির কর্মীরা এই হামলার ঘটনা ঘটিয়েছে।’
আপনার মূল্যবান মতামত দিন: