ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মঙ্গলবার বিএনপির কর্মসূচি স্থগিত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২ ২২:৪৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২ ২২:৪৪

ফাইল ছবি

বিদেশবার্তা ডেস্ক : রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সংলাপে মঙ্গলবার (২৫ অক্টোবর) দুটি দলের সঙ্গে বৈঠকের কথা ছিল বিএনপির। কিন্তু ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সংলাপের এ কর্মসূচি স্থগিত করেছে দলটি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, এ দিন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ ন্যাপের একাংশের চেয়ারম্যান এম এন শাওন সাদেকীর নেতৃত্বে প্রতিনিধি দল এবং বিকাল ৪টায় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নূরুল ইসলামের নেতৃত্বে দলটির নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক নির্ধারিত ছিল। কিন্তু তা সিত্রাংয়ের জন্য স্থগিত করা হয়েছে।

বিএনপির এই নেতা আরো বলেন, বৈঠক দুটির পরিবর্তিত সময় পরে জানানো হবে।



আপনার মূল্যবান মতামত দিন: