
নিজস্ব প্রতিবেদক: বিএনপির শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাতে পঁচাত্তর সালে এবং ২০০৪ সালের ২১ আগস্ট সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন করছে- বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, ভূতের মুখে রাম নাম। বিএনপি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। সেই সময়ে কী ইতিহাস তৈরি করেছিলেন আপনারা, মনে পড়ে? আওয়ামী লীগের মাঠ পর্যায়ের ২৬ হাজার নেতা-কর্মী আপনাদের সন্ত্রাসীদের হাতে প্রাণ হারিয়েছিল। তখন কোথায় ছিল মানবাধিকার? আপনারা ২০০৪ সালের ২১ আগস্টে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালিয়েছিলেন। আওয়ামী লীগের ২৪ জন নেতা-কর্মী প্রাণ হারিয়েছিল। হামলায় আহত ৫০০ জন এখনও মানবেতর জীবনযাপন করছে। মানুষ কি এসব ভুলে গেছে? আর আজ আপনারা মানবতার কথা বলেন। লজ্জা হওয়া উচিত।
রবিবার সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, বোমা হামলায় আহত হবিগঞ্জের কৃতি সন্তান সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া যখন মৃত্যু পথযাত্রী তখন একটি হেলিকপ্টারের ব্যবস্থা করার জন্য বলা হয়েছিল- আপনারা দেননি। অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনার পথে তিনি মারা গেলেন। আহসানউল্লাহ মাস্টারকে দুপুরের জনসভায় যাওয়ার পথে বিএনপির সন্ত্রাসীরা হত্যা করেছে। নাটোরের মমতাজ উদ্দিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছিল। তখন কোথায় ছিল আপনাদের মানবাধিকার।
বিএনপি-জামায়াত নতুন করে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এমন অভিযোগ করে মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপির ব্যর্থতার কারণে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছিল। যে বাংলাদেশে দুর্নীতিতে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল, সেই দেশ আজ বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে। নিজস্ব অর্থে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, ঢাকায় মেট্রোরেল, পায়রা বন্দরসহ অজস্র উন্নয়ন কর্মকাণ্ড করে বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক জেফরি শ্যাস বলেছেন, শেখ হাসিনা মুকুটের মধ্যে মণি। মুকুট মণি। গোটা বিশ্ব যখন বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে, তখন আমাদের দেশে স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত নতুন করে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করতে চায়।
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলের কর্মসূচি বাধাগ্রস্ত করার মানসিকতা পোষণ করে না উল্লেখ করে তিনি বলেন, মির্জা ফখরুল সাহেব বলেছেন- এই সরকার নাকি সংবিধান লঙ্ঘন করছে। আমি জানতে চাই, আওয়ামী লীগ কোন ধারায়, কোথায় সংবিধান লঙ্ঘন করেছে। আপনি সংবিধান লঙ্ঘনের কথা বলেন অথচ আপনার দলের জন্মই অসাংবিধানিক পন্থায়। বন্দুকের নলে ক্ষমতা দখল করে অবৈধ পথে জন্ম হয়েছে। আগে নিজের (দলের) জন্মকে সাংবিধানিক পন্থায় ঠিক করুন, তারপর কথা বলুন।
দেশ স্বাধীনের পর আওয়ামী লীগ সংবিধান প্রতিষ্ঠা করেছে। আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী চলে। সংবিধানের প্রতি যদি এতই দরদ থাকে তাহলে অসাংবিধানিক পন্থা বাদ দিয়ে সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচনে আসুন। তত্ত্বাবধায়ক সরকার, অর্ন্তবর্তীকালীন সরকার সংবিধানের কোথায় আছে, এমন প্রশ্ন রাখেন তিনি।
আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, মির্জা ফখরুল কালকেও বলেছেন ‘টেক ব্যাক বাংলাদেশ’। আপনারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান? আপনারা ক্ষমতায় থাকতে বাংলাদেশ অন্ধকারে তলিয়ে গিয়েছিল। দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিলেন। জঙ্গিবাদের চারণভূমি বানিয়েছিলেন। জঙ্গিরা পুলিশি পাহারায় মিছিল করেছিল। জঙ্গিদের অস্ত্র দিয়ে সহযোগিতা করেছিলেন। বিশ্ব নেতারা বলেছিল, বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র। দেয়ার ইজ নো হোপ। আপনারা আবার সেই বাংলাদেশে নিয়ে যেতে চান।
বাংলাদেশ কোন পথে চলবে তার ফয়সালা অনেক আগেই হয়ে গেছে উল্লেখ করে হানিফ বলেন, মির্জা ফখরুল বলেছেন ওনারা নাকি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। আপনি কার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? আপনারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছিলেন। আপনার বাবা ছিলেন রাজাকার। আপনি ছিলেন আপনার বাবার সহকর্মী। আপনারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে লড়াই করেছিলেন, আমরা আপনাদের পরাস্ত করেছিলাম। রাজাকারদের হুঙ্কার শোনার জন্য বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। বাংলাদেশ কোন পথে চলবে তার ফয়সালা একাত্তরে হয়ে গেছে। বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ চলবে। এই দেশে রাজাকারদের কোনো স্থান নেই।
বিএনপি নেতারাই খালেদা জিয়া ও তারেক রহমানের বিষেদাগার করেন এমন মন্তব্য করে তিনি বলেন, জোটের শরিক কর্নেল অলি ২০০৫ সালে বলেছিলেন, খালেদা জিয়া ও তারেক- মা বেটা দুইটা শয়তান। দেশকে ধ্বংস করেদিল। বিএনপির নেতা মেজর আখতারুজ্জামান বলেছিলেন, বিশ্বে শ্রেষ্ঠ বেয়াদব যদি কেউ থাকে সেই বেয়াদব তারেক রহমান। ওনাদের নেত্রী পাপিয়া কিছুদিন আগে বলেছেন, বিএনপি এখন চোর-বাটপারের দল। আপনাদের দলের নেতারাই বলছেন, খালেদা-তারেক শয়তান। দেশ ধ্বংস করে দিয়েছে। এরপরও এদেশের মানুষ কি আপনাদের ভোট দিবে। আমি ২০১২ সালে বলেছিলাম, ২০২৯ সালের আগে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে লাভ নেই। ২০২৯ সালের পর ভাববেন ক্ষমতায় আসার কথা। আজ আবারো বলছি, বিএনপির নেতৃত্বে যতদিন খালেদা-তারেক থাকবে, দেশের মানুষ ততদিন বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনবে না। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।
দেশের তিন কোটি বেকার সমস্যা সামধানের জন্য পরিকল্পনা নেয়া হয়েছে উল্লেখ করে হানিফ বলেন, মিরসরাইয়ে ৩০ হাজার হেক্টর জায়গা নিয়ে ইন্ডাস্ট্রিয়াল পার্ক করা হচ্ছে। ইতোমধ্যে ১০০টি বিদেশি প্রতিষ্ঠান জমি নিয়েছে। এটি চালু হলে এক কোটি মানুষের কর্মসংস্থান হবে। ১০০ বিলিয়ন ডলার রফতানি আয় বাড়বে। দেশের ১০০ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। এসব চালু হলে প্রতিটিতে এক লাখ করে আরও এক কোটি মানুষের কর্মসংস্থান হবে। সেখান থেকে ৫০ বিলিয়ন ডলার রফতানি আয় বাড়বে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সংকট ২০২৩ সালে কেটে যাবে। ইন্ডাস্ট্রিয়াল পার্ক, অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ শুরু হলে ২০৩১ সালের আগেই আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হব।
দলের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল। ঐক্যবদ্ধ থাকলে এমন কোনো শক্তি নেই আওয়ামী লীগকে পরাস্ত করতে পারে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: