ঢাকা | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
বিভাগের নেতাদের নিয়ে কেন্দ্রীয় নেতাদের প্রস্তুতি সভা

৫ নভেম্বর বরিশালের গণসমাবেশ নতুন ইতিহাস সৃষ্টি করবে: সেলিমা রহমান

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২ ০০:৪৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২ ০০:৪৬

ছবি : সংগৃহীত

বরিশাল থেকে : বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার নি.শর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতাহার দাবি, চাল-ডাল-তেল, গ্যাস, বিদুৎ, সারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অসহনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুন:প্রতিষ্ঠার দাবিতে বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করছে বিএনপি।

এরই অংশ হিসেবে আগামী ৫ নভেম্বর বরিশালে সমাবেশ করবে দলটি। সমাবেশ সফল করতে দফায় দফায় প্রস্তুতি সভা করেছে বিএনপি। এরই অংশ হিসেবে বরিশাল বিভাগের সাংগঠনিক ৮টি জেলার নেতৃবৃন্দকে নিয়ে প্রস্তুতি সভা করেছে কেন্দ্রীয় নেতারা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরিশাল বিভাগের আয়োজনে শনিবার (২২ অক্টোবর) সকাল ১১ টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই সভা করেন তারা। সভায় সমাবেশকে গণসমাবেশে রুপ দিতে নেতা-কর্মীদের নির্দেশনা প্রদান করা হয়।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা বেগম সেলিমা রহমান।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, আগামী ৫ নভেম্বর বরিশাল বিভাগীয় সমাবেশকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে। বরিশালের নেতা-কর্মীরা অন্য বিভাগের থেকে অনেক শক্তিশালী। কোন ষড়যন্ত্র এবং বাধা এদের আটকাতে পারবে না। আগামী ৫ নভেম্বরের সমাবেশকে ঘিরে বরিশালে নতুন ইতিহাস সৃষ্টি হবে।’

বরিশাল বিভাগীয় সমাবেশ মহাসমাবেশে পরিনত করার আহ্বান জানিয়ে বেগম সেলিমা রহমান বলেন, ‘নিজেদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে। কিন্তু সেই প্রভাব যেন সমাবেশের ওপর না পরে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মহাসমাবেশে দলবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

জাতীয় র্নিবাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটর দলনেতা হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদীন।

এছাড়াও বক্তব্য দেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় গণসমাবেশ আয়োজন কমিটির সমন্বয়কারী বিলকিস আক্তার জাহান শিরিন, কেন্দ্রীয় বিএনপির সদস্য এবায়দুল হক চান, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাডভোকেট মীর জাহীদুল কবির জাহিদসহ বরিশাল বিভাগের সকল জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: