
বিদেশবার্তা ডেস্ক : আজ খুলনা বিভাগে গণসমাবেশের জন্য তৈরি মঞ্চে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্ল্যাকার্ড হাতে দলে দলে আসছেন নেতা-কর্মীরা।
শনিবার (২২ অক্টোবর) দুপুর দুইটায় খুলনার সোনালী ব্যাংক চত্বরে বিএনপির এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে।
আ’লীগ সরকার কর্তৃক জ্বালানী তেল, চাল, ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি ও দেশব্যাপী দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা-মামলার প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ গণসমাবেশ ডাকা হয়েছে।
ভোলায় নুরে আলম, আব্দুর রহিম, নারায়ণগঞ্জে শাওন, মুন্সিগঞ্জে শহিদুল ইসলাম শাওনকে গুলি করে হত্যা, যশোরে আব্দুল আলিমকে হত্যার পাশাপাশি সব নেতা-কর্মীর ওপর হামলার দাবিতে এ গণসমাবেশ করছে বিএনপি।
খুলনা মহানগর বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন বলেন, ‘রাত থেকে দলে দলে নেতা-কর্মীরা এসে সমাবেশ হাজির হচ্ছেন। ইতোমধ্যে আমরা মঞ্চ তৈরির কাজ শেষ করেছি। যথাসময়ে আমাদের সমাবেশ অনুষ্ঠিত হবে।’
এদিকে বিএনপির সমাবেশস্থলে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
তবে, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মাসুদুর রহমান ভুঁইয়া বলেন, ‘সমাবেশে জন্য বিএনপিকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে আমাদের পক্ষ থেকে।’
আপনার মূল্যবান মতামত দিন: