
নিজস্ব প্রতিবেদক : সারাদেশে বিএনপি নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলা, ধরপাকড় মিথ্যা মামলায় গ্রেফতার এবং জামিন বাতিল করে কারাগারে প্রেরণের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ অক্টোবর) ঢাকা মহানগরসহ সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে। তবে এই কর্মসূচি খুলনা মহানগরের জন্য প্রযোজ্য হবে না।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
আপনার মূল্যবান মতামত দিন: