ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

জেলা পরিষদসহ সব নির্বাচনই ‘ভুয়া’: রিজভী

আল আমিন | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২ ০৩:৪৬

আল আমিন
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২ ০৩:৪৬

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:   জেলা পরিষদসহ সব নির্বাচনই ‘ভুয়া’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আমরা কোনো নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত নেই। তাই এই নির্বাচন (জেলা পরিষদ নির্বাচন) নিয়ে আমরা কোনো কথা বলব না। সব নির্বাচনই ভুয়া। একমাত্র নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই আন্দোলনে আমরা আছি। ওই আন্দোলনকে আমরা বিজয়ের পথে নিয়ে যাবো।

সোমবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৫৭ জেলা পরিষদ নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে রুহুল কবির রিজভী এমন মন্তব্য করেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেনকে ‘জনস্বার্থে’ অবসরে পাঠিয়েছে সরকার- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিএনপির এই নেতা বলেন, আমি তেমন কিছু জানি না। একজন সচিবতো সরকারের আস্থাভাজন ব্যক্তি। তাদেরতো ইন্টারনাল নানা ডাইমেনশন থাকে। প্রত্যেকেই তাদের সুবিধাভোগী। তাদের মধ্য অনেক সময় বিভিন্ন ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা হয়। কী হয়েছে আমরা এখনো জানি না।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: