
বিদেশবার্তা ডেস্ক : গাইবান্ধা-৫ উপনির্বাচন বন্ধের সিদ্ধান্ত প্রশ্নবোধক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, সিইসি ৫০০ কিলোমিটার দূরে বসে ভোটবন্ধের যে সিদ্ধান্ত নিয়েছেন, তাতে জনগণ হতাশ হয়েছে। কারণ এ নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়েছে। যে কারণে সিইসির নির্বাচন বন্ধের সিদ্ধান্ত প্রশ্নবোধক। এ সিদ্ধান্তের মাধ্যমে ইসি নিজেদের বিতর্কিত করেছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, গাইবান্ধায় উপনির্বাচন বাতিল করার সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, নির্বাচন সবসময় নির্বাচন কমিশনের অধীনেই হয়। কমিশনের সিদ্ধান্তই সবার ওপরে। এ ছাড়া বিএনপির দাবি অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রয়োজন নেই, কমিশনের এই সিদ্ধান্তের মধ্যদিয়ে এটিও প্রমাণিত হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে প্রমাণিত বিএনপির তত্ত্বাবধায়ক সরকারসহ যেসব ফর্মুলা দিয়েছে, তার কোনো ভিত্তি নেই।
তথ্যমন্ত্রী আরো বলেন, কোনো সহিংসতা ছাড়া, কোনো প্রিসাইডিং বা পোলিং অফিসারের পক্ষ থেকে অভিযোগ না থাকা সত্ত্বেও কমিশনের এই সিদ্ধান্তে সাধারণ জনগণ ও গাইবান্ধার ভোটাররা হতবাক হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: