
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি বলেছেন, এদেশে অসাম্প্রদায়িক চেতনা ধ্বংসের মূলহোতা বিএনপি। তিনি বলেন, মির্জা ফখরুলরা অসুর বধের কথা বলছেন, আসলে অসুরতো তারাই।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় তিনি আরও বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সালে অসুরের দানবের মত তারা ২৬ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করেছে। গ্রেনেড হামলাসহ বার বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। তাদের মুখে অসুর বধের কথা এ যেন ভুতের মুখে রাম নাম। জনগণই তাদের বধ করে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে। জনসমর্থন নেই বলেই আজ তারা ছোট ছোট দলগুলোকে আঁকড়ে ধরার চেষ্টা করছে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: