
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আমেরিকার অ্যাম্বাসেডর বা অন্য কোনো দেশের অ্যাম্বাসেডর বা সব দেশের অ্যাম্বাসেডর মিলে বললেও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, বিএনপি বলছে, তত্ত্বাবধায়ক সরকার নাহলে নির্বাচনে যাবে না। সংবিধান অনুযায়ী বাংলাদেশে আর কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না। সংবিধানে স্পষ্ট লেখা রয়েছে, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে। আজ বিএনপি যে মহড়া দিচ্ছে, লাঠির মধ্যে বাংলাদেশের পতাকা লাগিয়ে মিছিল ও সমাবেশ করছে, সব মিলিয়ে তারা সন্ত্রাসের দিকে যাচ্ছে। ২০১৩-১৫ সাল পর্যন্ত যেভাবে মোকাবিলা করেছি, আগামীতেও ঠিক একই ভাবে মোকাবিলা করব, ইনশাআল্লাহ।
ড. আব্দুর রাজ্জাক বলেন, আমরা দেশে শান্তি চাই। আমরা চাই, দেশে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন। এটি করার জন্য প্রধানমন্ত্রী প্রতিশ্রুতিবদ্ধ। আগে যাই হয়ে থাক, পরিস্থিতির কারণে হয়েছে। আমরা চেষ্টা করেছি, সুন্দর পরিবেশ রাখার জন্য। বিএনপির বাড়াবাড়ির জন্য সম্ভব হয়নি। আগামীতে আমরা চেষ্টা করবো, ছোট খাটো যেসব ঘটনা ঘটেছে, তা বিএনপির উসকানিমূলক বক্তব্যের কারণে। তারা পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়েছে। পুলিশ আত্মরক্ষার জন্য চেষ্টা করেছে। আমি মনে করি, বিএনপির মধ্যে শুভ বুদ্ধির উদয় হবে। তারা এ পথ থেকে নিবৃত হবে।
তিনি আরও বলেন, আমরা বিএনপিকে অনুমতি দিয়েছিলাম সভা করার জন্য। সরকারের সমালোচনা করুক। দেশে গণমাধ্যম রয়েছে। কোথাও কোনো বাধা নেই। তাদের তো কোনো সমস্যা নেই। তারপরও তারা কেন এ পরিস্থিতি সৃষ্টি করছে? এ পরিস্থিতি আমরা কোনোভাবেই হতে দেবো না। মানুষের জান-মালের নিরাপত্তা এবং দেশের উন্নয়নকে অব্যাহত রাখার জন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা করা দরকার, তাই করবে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: