ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

হামলার প্রতিবাদে বিএনপির কর্মসূচি ঘোষণা

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২ ২২:২০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২ ২২:২০

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : বিএনপির কর্মসূচিতে গুলিবর্ষণ ও হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলি ও আ’লীগের হামলার প্রতিবাদে রবিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগরসহ সারাদেশে জেলা, মহানগর ও উপজেলা সদরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ২টায় প্রতিবাদ সমাবেশ হবে। কর্মসূচি সফল করতে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের আহ্বান জানানো হয়।

এর আগে, শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে গুলশানে বিএনপির মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে হামলা চালানো হয়। এতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। এরমধ্যে তাবিথ আউয়ালকে হাসপাতালে ভর্তি করানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন: