ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রোহিঙ্গা সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে সরকার : জি এম কাদের

আল আমিন | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২ ০২:৫৬

আল আমিন
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২ ০২:৫৬

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এমপি ঘুমধুম সিমান্তের নোম্যানসল্যান্ডে মিয়ানমারের গোলায় হতাহতের ঘটনায় গভীর উদ্বোগ প্রকাশ করেছেন ।

আজ শনিবার এক বিবৃতিতে নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সাথে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

বিবৃতিতে গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘অকারণে নিরীহ রোহিঙ্গা শিবিরে মিয়ানমার সেনাদের গোলা বর্ষণের ঘটনা মেনে নেওয়া যায় না। নিপিড়িত রোহিঙ্গাদের ওপর এই হামলা ক্ষমার অযোগ্য।’

তিনি বলেন, ‘কূটনৈতিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে সরকার। রোহিঙ্গা ইস্যুতে বিশ্বসম্প্রদায়ের কার্যকর উদ্যোগ নিশ্চিত করতে বাংলাদেশের তেমন কোনো সাফল্য নেই।’

বিবৃতিতে মিয়ানমার সরকারের উদ্দেশ্যে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে সংযত আচরণ করতে হবে।’ তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: