ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

‘বামজোটের হরতালে বিএনপির সমর্থন’

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৩ মার্চ ২০২২ ০০:৩০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৩ মার্চ ২০২২ ০০:৩০

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে বিএনপির সমর্থন ও সহায়তা থাকবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান।

শনিবার (১২ মার্চ) দুপুরে তিনি একথা বলেন।

গত শুক্রবার (১১ মার্চ) দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও সরকারের দুঃশাসনের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট আগামী ২৮ মার্চ হরতালের ডাক দেয়। ওইদিন সারাদেশে অর্ধদিবস হরতাল পালন করবে দেশের বামপন্থী দলগুলোর প্রধান এই জোট।

অর্ধদিবস ওই হরতালের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) ও গণসংহতি আন্দোলন।



আপনার মূল্যবান মতামত দিন: