ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দেশের মানুষ ভাল নেই : রওশন এরশাদ

আল আমিন | প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২ ০৫:২৪

আল আমিন
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২ ০৫:২৪

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ বলেছেন, দেশের মানুষ ভাল নেই। তবে সারা পৃথিবীর সংকটের কথা বিবেচনা করলে, তাদের চেয়েও আমরা অনেক ভাল আছি।

তিনি বলেন, এই সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ২৬ নভেম্বর ঘোষিত কাউন্সিল যথা সময় অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

শুক্রবার প্রয়াত কাজী জাফর আহমদের প্রতিষ্ঠা করা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলমের এইচএম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে ভার্চুয়ালি একথা বলেন বেগম রওশন এরশাদ।

যোগদান অনষ্ঠানে সভাপতির বক্তব্যে রওশন এরশাদ জাপার কাউন্সিল ডাকার এখতিয়ার রাখেন না বলে পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু যে বক্তব্য দিয়েছেন তার তীব্র বিরোধীতা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বেগম রওশন এরশাদ ঘোষিত জাপা কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসিহ, সাবেক মন্ত্রী এমএ সাত্তার, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, ইকবাল হোসেন রাজু, কাজী মামুনুন রশীদ ও ইসরাফিল হোসেন প্রমুখ।



বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: