ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আজ সারাদেশে বিক্ষোভ করবে আ’লীগ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২ ১৮:২৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২ ১৮:২৮

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : ২০০৫ সালে ১৭ আগস্টে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে আজ বুধবার (১৭ আগস্ট) আ’লীগ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়, অপপ্রচার-গুজবের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি ও তার দোসদের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির উস্কানির প্রতিবাদে এই কর্মসূচি পালিত হবে।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে আ’লীগের জেলা-মহানগর, উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত সকল নেতাকর্মীকে এই কর্মসূচি পালনের সাংগঠনিক নির্দেশনা প্রদান করেছেন।

উল্লেখ্য, ২০০৫ সালে ১৭ আগস্টে দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। এরপর থেকে দিনটি সিরিজ বোমা হালার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আ’লীগ।



আপনার মূল্যবান মতামত দিন: