ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না: ত্রাণ প্রতিমন্ত্রী

আল আমিন | প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২ ০৭:২১

আল আমিন
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২ ০৭:২১

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ কখনো স্বাধীনতা লাভ করতো না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায়, সাভার উপজেলা, পৌর ও ছিন্নমূল হর্কাস লীগের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এসময় আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবন উৎসর্গ করে বাংলাদেশকে বীরের দেশ দিয়েছেন। কিন্তু তার পরেই ঘাতকরা তার পরিবারের সকল সদস্যকে নির্মমভাবে হত্যা করে দেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করেছিলো।

সাভার পৌর মেয়র আব্দুল গণির সভাপতিত্বে আলোচনা সভায় এসময় ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মোল্লা, উপজেলা হকার্স লীগের সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, সাধারণ সম্পাদক লিটন খান উপস্থিত ছিলেন।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: