ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাপার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

আল আমিন | প্রকাশিত: ৮ আগস্ট ২০২২ ০৪:৪৪

আল আমিন
প্রকাশিত: ৮ আগস্ট ২০২২ ০৪:৪৪

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। আজ রবিবার সকালে দলটির বনানী কার্যালয়ে এক সভায় এই কর্মসূচি ঘোষণা করেন জাপা চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

দুই দিনের মধ্যে আগামী মঙ্গলবার (৯ আগস্ট) বিকাল ৩টায় রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশ করা হবে। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হবে। এতে জাপা চেয়ারম্যান উপস্থিত থাকবেন।

তাছাড়া আগামী বুধবার (১০ আগস্ট) সারাদেশে বিভাগীয়, জেলা, উপজেলা ও সব ইউনিটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হবে।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম এবং প্রেসিডিয়াম সদস্য মো. শফিকুল ইসলাম সেন্টু

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: