
নিজস্ব প্রতিবেদক : আ’লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেছেন, ‘রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি, আ’লীগ রাজপথে ছিল, আছে এবং থাকবে।’
রবিবার (২৪ জুলাই) সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে বিএনপি মহাসচিবের নির্বাচনকালীন সরকার নিয়ে যে সংকটের কথা বলেছেন তার জবাবে এসব কথা বলেন।
‘আ’লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই এ দল গড়ে উঠেছে’-উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আ’লীগ ভালো করেই জানে কীভাবে আন্দোলন মোকাবিলা করতে হয়।
আ’লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির শান্তিপূর্ণ যে কোনো কর্মসূচিকে স্বাগতম। কিন্তু আন্দোলনের নামে সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণের জানমাল রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দিতে আ’লীগ প্রস্তুত।
আপনার মূল্যবান মতামত দিন: