ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আরও একটা মুক্তিযুদ্ধ করতে হবে: মির্জা ফখরুল

আল আমিন | প্রকাশিত: ৭ মার্চ ২০২২ ০৪:৪৬

আল আমিন
প্রকাশিত: ৭ মার্চ ২০২২ ০৪:৪৬

 মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে এই ভয়াবহ সরকার বিনাভোটে নির্বাচিত হয়ে, শুধু রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। তাদের সরাতে হবে। প্রয়োজন হলে আরও একটা মুক্তিযুদ্ধে নেমে এ দেশকে মুক্ত করতে হবে। দেশের জনগণকে মুক্ত করতে হবে।

আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নিত্য-প্রয়োজনীয় দ্রব্যমূল্য সর্বক্ষেত্রে অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী এবং তাদের নেতাদের দুর্নীতি। সেই সঙ্গে রয়েছে তাদের অযোগ্যতা। আজকে তারা দুর্নীতি করে ফুলে ফেঁপে বড় হচ্ছে। ওষুধের দাম বাড়ছে। স্বাস্থ্যখাতে হাজার কোটি টাকার দুর্নীতি হয়, কোনো বিচার হয় না।

বিএনপির এই মুখপাত্র বলেন, দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি প্রতিরোধ তখনই সম্ভব হবে- যখন একটা গণতান্ত্রিক সরকার আসবে। মানুষের নিরাপত্তা ও স্বাস্থ্য, শিক্ষা নিশ্চিত করতে পারবো তখনই, যখন একটা গণতান্ত্রিক সরকার আসবে। আর সেই সরকার আসতে হবে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। সেই সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় জনগণের ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। আর এটাই হবে বাংলাদেশের জন্য ১৯৭১ এর চেতনার বাস্তবায়ন করা।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: