ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

লোডশেডিংয়ের জন্য সরকারের লুটপাট দায়ী: মির্জা আব্বাস

আল আমিন | প্রকাশিত: ১৯ জুলাই ২০২২ ০৩:৩৯

আল আমিন
প্রকাশিত: ১৯ জুলাই ২০২২ ০৩:৩৯

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, লোডশেডিং-ই সরকার পতনের কারণ হতে পারে। বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ের জন্য সরকারের লুটপাট দায়ী। বিদ্যুতের উৎপাদন হোক আর না হোক, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের মালিকরা টাকা পাবে।

আজ সোমবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ১৯ ও ২১নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনু বক্তব্য রাখেন।

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে গণভবন ও সচিবালয় ঘেরাও করার হুমকি দিয়ে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, সরকার আমাদের কোনো দাবি মেনে নেবে না। দাবি আদায় করে নিতে হবে। সামনে সময় আসছে, আর অনুমতি নেব না। সরাসরি গণভবন ও সচিবালয় ঘেরাও হবে।

মির্জা আব্বাস বলেন, বর্তমান নির্বাচন কমিশনারের ‘তলোয়ার ও রাইফেল’ নিয়ে বক্তব্য গ্রহণযোগ্য নয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল একটা নির্বোধ। বুদ্ধিশুদ্ধি একদম কিছুই নেই। সরকারের লোকেরা বিদেশে ডলার পাচার করে, তাই এখন ডলার সংকট দেখা দিয়েছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: